এম.মনছুর আলম, চকরিয়া

চকরিয়া পৌরসভা এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুসহ চার গাজা পাচারকারী ব্যক্তিকে আটক করেছে। এসময় পুলিশ দেহতল্লাসী করে তাদের কাছ থেকে সাত কেজি গাজা উদ্ধার করে। বুধবার (৬জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভা এলাকার চিরিংগা নাথ পাড়াস্থ হিরু চৌধুরীর বাড়ি থেকে গাজাসহ পুলিশ পাচারকারীদের আটক করেন। ধৃত পাচারকারীরা হলেন, চকরিয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডস্থ চিরিংগা নাথ পাড়া এলাকার হিরু চৌধুরীর ছেলে নারায়ন চৌধুরী (২৩), একই এলাকার মৃত রিদুয়ান মেয়ে রোকসানা আক্তার তাসফিয়া (১১) তার ছোট বোন কহিনুর আক্তার (১০) ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার নুরুল ইসলাম ওরফে নুরু মেয়ে পারুল আক্তার (১০)।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের মাধ্যমে পৌরসভা এলাকায় চিরিংগা নাথ পাড়াস্থ হিরু চৌধুরীর বাড়িতে গাজা বিক্রি ও পাচার করার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ওসির নির্দেশে থানার উপপরিদর্শক (এস.আই) মোঃ আব্দুল বাতেনের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে গাজাসহ পুলিশ চার পাচারকারীদের আটক করে। অভিযানকালে পুলিশ তিন শিশু পাচারকারী ও এক যুবককে গাজা পাচারকাজে জড়িত থাকায় আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে সাত কেজি গাজা উদ্ধার করা হয়েছে। অভিযানে যাওয়া থানার উপপরিদর্শক (এস.আই) মোঃ আব্দুল বাতেন বলেন, সকালে গাজা বিক্রি ও পাচারের গোপন সংবাদ পেয়ে চিরিংগা নাথ পাড়াস্থ হিরু চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে কমবয়সী তিন মেয়ে ও এক যুবকের কাছ থেকে পা’য়ের হাটুতে বাধা কসট্যাব মোড়ানোবস্থায় গাজা উদ্ধার করা হয়। গাজা বিক্রি ও পাচারকাজে জড়িত থাকার অপরাধে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাত কেজি গাজা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, থানার এস.আই মোঃ আব্দুল বাতেনের নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে গাজাসহ চার মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।ধৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হয় এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।