প্রেস বিজ্ঞপ্তি:

সিলেবাসভূক্ত পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা নৈতিকতা সমৃদ্ধ, আদর্শ ও আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠবে। এজন্য জন্য অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরাস্থ এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটায় কক্স ক্যামব্রীয়ান স্কুলের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন-দৈনিক ইনকিলাবের কক্সবাজারের অফিস প্রধান, বিশিষ্ট সাংবাদিক শামশুল হক শারেক। বুধবার ৬ ফেব্রুয়ারি স্কুলের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার নুরুল আমিনের নান্দনিক সন্ঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক কফিল উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয় ভবনের সত্বাধিকারী আলহাজ্ব নুরুল আমিন, বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন, শিক্ষক জুয়েল রানা, মাওলানা এনামুল করিম, পারভিন আকতার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর অভিভাবক, এলাকার গন্যমান্য বাক্তিবর্গ, সুধীজন, ছাত্রছাত্রী সহ ব্যাপক জনসমাগম ঘটে। বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রধান অতিথি, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদার, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর জাহেদা আক্তার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করবেন।