সংবাদদাতা:
আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখবে। তাই তাদেরকে এখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকালে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা/১৮ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার কক্সবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম একথা বলেন।
ইফার উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর।
বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ ফজল করিম এবং জেলা কওমী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ।
কক্সবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জেলা প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার তারিখ পরে জানানো হবে।