প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ জনকে আটক করেছে। গত ০৪ ফেব্রুয়ারী সকাল হতে ০৫ ফেব্রুয়ারী সকাল পর্যন্ত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান খাঁন এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স)  মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই দেবব্রত রায়, এসআই শরিফুল ইসলাম, এসআই ইয়াছমিন আক্তার, এসআই প্রদীপ চন্দ্র,এসআই মোঃ রাশেদুল কবির,এসআই তৈমুর ইসলাম,এসআই সনৎ বডুয়া,এসআই সনজীত চন্দ্র নাথ,এএসআই দ্বীন মোহাম্মদ,এএসআই লিটন মিয়া, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
খানে আলম, পিতা- মৃত জাফর আলম, সাং- টইটং, বটতলী ৪নং ওয়ার্ড, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, জিয়াউল, পিতা- মৃত শামসুল আলম, সাং- লাইট হাউজ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, জাহাঙ্গীর আলম, পিতা- মোহাম্মদ আলম সাং-ফদনার ডেইল, ব্রাক স্কুলের পাশে, থানা ও জেলা- কক্সবাজার, মোহাম্মদ করিম রং মেস্ত্রী, পিতা- মোহাম্মদ হাশেম, সাং-বৈদ্যঘোনা বিবি হাজেরা মসজিদের পাশে, থানা ও জেলা- কক্সবাজার, মোঃ আব্দুল আজিজ (১৯), পিতা- মোঃ হানিফ, মাতা- কুলছুমা আক্তার, আলীর জাহান, মধুবনের পিছনের বাসা কক্সবাজার পৌরসভা, উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, তানভীর নুর রহমান, পিতা- আলী হোসেন, মাতা- হোসনে আরা বেগম নুনিয়াছড়া (মনতাজের বাড়ি), এপি আলীর জাহান, গোদার পাড়া, (আমিন সিকদারের ভাড়া বাসা), উপজেলা/থানা- কক্সবাজার সদর, নাঈম ইসলাম, পিতা- আব্দুল মালেক, মাতা- রহিমা বেগম, সাহিত্যিকা পল্লী, সিটি কলেজ রোড়, (মালেকের বাড়ী), উপজেলা/থানা- কক্সবাজার সদর, মোঃ শাহ আলম প্রকাশ মুন্না, পিতা- আব্দুল হক, মাতা- রাজিয়া বেগম, (লাহার পাড়া, সাজুর বাড়ী), উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, মানিক বড়ৃয়া, পিতা- শিপু বড়ুয়া, মাতা- ববি বড়ুয়া, (বড় হাতিয়া, বড়ুয়া পাড়া), উপজেলা/থানা- লোহাগাড়া, চট্টগ্রাম, বর্তমান: (সাহিতিক্যা পল্লী হাশেমের বাড়ীর ভাড়াটিয়া), উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, মোঃ আজিজ, পিতা- ওমর মিয়া, মাতা- আনোয়ারা বেগম (তুলা বাগান, কেচু বনিয়া পাড়া) , উপজেলা/থানা- রামু, কক্সবাজার, মোঃ সালমান শাহ, পিতা-মোঃ খুইল্যা মিয়া, সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার,
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।