মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি:
জনগণের সহযোগীতা ছাড়া পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করে সঠিক সেবা নিন।
মাদকের সঙ্গে কোন আপোষ নেই জনিয়ে বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী সহ যে কোন অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। সেবক হয়ে সব সময় জনগণের পাশে থাকে কাজ করে যাচ্ছে। এই জন্য আইনুশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখাতে নাইক্ষ্যংছড়ি থানার দায়ীত্বরত অফিসর ইনচার্জ  (তদন্ত) জায়েদ নূর সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় থানা প্রাঙ্গণে পুলিশ সাপ্তাহ, প্রীতি ভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো,আবু তাহের কোম্পানী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,এস,আই নুরুল আমিন,জাফর ইকবাল প্রমূখ।

এই ছাড়া সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ-জনতা গানে গানে মাতিয়ে তুলেন মনোজ্ঞ সাংস্কৃতি  অনুষ্ঠান। এ অনু্ষ্ঠানে অন্যান্যদের মাঝে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষাবীদ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ, নানা শ্রেণী পেশার মানুষ উপস্হিত ছিলেন।