জে.জাহেদ, চট্টগ্রাম:

গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের মাছ ধরার একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনার পর জাহাজের ছয় জন নাবিক-শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৫জন। রোববার ভোর সকালের দিকে এ ঘটনা ঘটে।

তাঁদের উদ্ধারে সাগরে থাকা নৌ বাহিনীর জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনটি জানালেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার জাহাজের মালিক তৈয়বুর রহমান।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি শাহ্ বদর-২’। সুত্রে জানা যায়, মাছ ধরা অবস্থায় ভোর রাতে উত্তাল সাগরে খারাপ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি দূর্ঘটনায় পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

পরে সাগরে ভাসতে থাকা ৬জন নাবিক’কে আরেকটি জাহাজে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজে থাকা আরও পনের জনের কোনো খোঁজ পাওয়া যায়নি ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর এক মুখপাত্র জানায়, নিখোঁজ নাবিকদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ এখনো দুর্ঘটনাস্থলের আশপাশে সন্ধান চালাচ্ছে।