আমিনুল হক, মহেশখালী:
আসন্ন মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী হতে যাচ্ছেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহাবুব রোকন। বাংলাদেশে ২০১৯ সালের এ উপজেলা পরিষদ নির্বাচন হবে পঞ্চম। আসন্ন এ নির্বাচন সারা দেশে ৫ ধাপে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে। এ নির্বাচনের হাওয়া লেগেছে মহেশখালীতেও। শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে কে হতে পারেন প্রার্থী? এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা এ ঘোষণায় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন থাকবেনা। এ কারণেই সহজ সমীকরণ কঠিন হয়ে গেল। সংগত কারণে এ দুইটি পদ উন্মুক্ত করে দেয়া হলো। এই উন্মুক্ততায় আগামী মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি, তারুণ্যের প্রতীক, উদীয়মান লেখক, সাংবাদিক মাহাবুব রোকন।

তিনি বলেন, মহেশখালী উপজেলাকে সরকার একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এখানে বর্তমান সরকারের ৭ টি ইকোনোমিক জোন সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন রয়েছে। এসমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারকে সহযোগিতার পাশাপাশি মহেশখালীর যোগাযোগ ব্যবস্থাসহ উপজেলার সার্বিক উন্নয়ন আরো ত্বরান্বিত করতে আসন্ন মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সাংবাদিক মাহাবুব রোকন। তাই এ ব্যাপারে তিনি মহেশখালীর সর্বস্তরের জনসাধারণের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামণা করেন। তার প্রথম স্লোগান, ” ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের।”