মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোহিঙ্গা শরনার্থী সমস্যা এবং শরনার্থী ক্যাম্পে কর্মরত এনজিও-আইএনজিও তে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী প্রদান নিয়ে বাংলাদেশস্থ আমেরিকা দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর মি. বিল মুয়েলার এবং রিফিউজি কো-অর্ডিনেটর মি. জে পল রেইড এর সাথে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোববার ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন এনজিও’তে স্থানীয় যুবকদের চাকুরি প্রদান বিষয় সর্বাধিক গুরুত্ব পায়। তাছাড়া, রোহিঙ্গা আগমনের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীর পূর্ণবাসনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।