মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী ১০ মার্চ রোববার চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন দেশের উপজেলা পরিষদ গুলোর নির্বাচন মোট ৫ টি ধাপে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পরিষদ সহ মোট ১০১ টি উপজেলায় নির্বাচন করা হবে। রোববার ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে প্রথম ধাপের নির্বাচনের বিস্তারিত তফশীল ঘোষনা করা হবে। কক্সবাজার সফররত নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন-নির্বাচনে কারা অংশ গ্রহন করছেন কিংবা কারা অংশগ্রহণ করছেননা সেটা বড় কথা নয়, আইনি বাধ্যবাধকতা থাকায় মেয়াদোত্তীর্ন উপজেলা পরিষদ গুলোর নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে করে ফেলতে হবে। ইসি সচিব জানান, কক্সবাজার জেলার অবশিষ্ট ৭ টি উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী ধাপ গুলোতে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে জাফর আলম পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি কক্সবাজার জেলার অন্যান্য উপজেলা পরিষদের আগেই শূন্য হয়ে যায়।