হাফিজুল ইসলাম চৌধুরী :
একটি পাগলা হাতির উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের বসবাসকারী মানুষজনের জীবন। স্থানীয় সূত্র জানায়, হাতিটি প্রতিরাতেই তান্ডব চালিয়ে যাচ্ছে। খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিয়ে নষ্ট করছে ফসলি জমি। গুঁড়িয়ে দিচ্ছে বসতঘর ও গাছপালা।

হাতিটি গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তান্ডব চালিয়ে দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ গ্রামের মৃত জকরিয়ার ছেলে আবদুল গফুর ও শফিউল আলমের স্ত্রী খুলসুমা খাতুনের বসতঘর গুড়িয়ে দিয়েছে। এসময় ঘরের আসবাবপত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদেরকে বিজিবির স্থানীয় লেম্বুছড়ি সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

দোছড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদু নবী বলেন, ‘প্রতি রাতেই হাতিটি হানা দেয়। হাতি তাড়তে আমি নিজেও গিয়েছি। তবে সরকারিভাবে মশাল জ্বালাতে তেলের ব্যবস্থা হলে এলাকাবাসীর হাতি তাড়াতে সুবিধা হতো।’