মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান গেইট আধুনিক করণ করা হচ্ছে। দ্রুত গতিতে চলছে এর নির্মাণ কাজ। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫,৫৯,৯৮২ টাকা। এছাড়া দৃষ্টিনন্দন মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মসজিদের ত্রি বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়াজী। মসজিদের মোতাওয়াল্লী ও সভাপতি সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক চলতি অর্থবছরের সম্ভাব্য আয় ব্যয় এর বাজেট তুলে ধরেন। সভায় আগামী তিন বছর মেয়াদের জন্য কার্যকরী পরিষদ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যরা তাতে অনুমোদন দেন। গঠনতন্ত্রের ৫ নাম্বার অনুচ্ছেদের ১ নং ধারার খ ও গ উপধারা মতে এ কমিটি গঠন করা হয়েছে।। এতে আলহাজ্ব বদিউল আলম আবারো সভাপতি এবং আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী আবারও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আমান উল্লাহ ফরাজী, মৌলানা আনোয়ারুল হক, লিয়াকত নূর চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিউল ইসলাম, জাফর আলম এম, এ, মমতাজুল হক মধু, অর্থ সম্পাদক এমরানুল হক, সদস্য যথাক্রমে এম, মমতাজুল ইসলাম, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহজাহান চৌধুরী, সিরাজুল হক, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন মাহমুদ, দিদারুল কামাল, রায়হান আমিন, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ঈদগাঁও চেয়ারম্যান সৈয়দ আলম ও ইসলামাবাদ চেয়ারম্যান নুর সিদ্দিক। অন্য উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু করা এবং মসজিদে এসি স্থাপন।