ঈদগাঁও সংবাদদাতাঃ
আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্রমিক নেতা আমজাদ হোসেন ছোটন রাজার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে কক্সবাজারের মুক্তিযোদ্ধারা।
শুক্রবার বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর মিলন মেলায় উপস্থিত সকলেই হাতে হাত রেখে  ছোটন রাজার পক্ষে থাকার অঙ্গীকার করেন।
প্রয়াত আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্বা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজার পক্ষে ইতিমধ্যে বৃহত্তর ঈদগাঁও এর সব ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনগুলো একতাবদ্ধ হয়েছে।
পর্যটন এলাকা ইনানীতে অনুষ্ঠিত সেক্টর কমান্ডারস ফোরামের সভায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় নেতা ছোটন রাজার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ করার অঙ্গীকারাবদ্ধ হন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দীনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
কক্সবাজার সদরের সর্বত্রে প্রচার প্রচারনায় হেভিওয়েট প্রার্থী হিসেবে ফ্যাক্টর ভাবা হচ্ছে ছোটন রাজাকে। জনপ্রিয়তা, রাজনৈতিক কৌশল ও গ্রহণযোগ্যতায় এ পর্যন্ত আলোচনায় থাকা সব প্রার্থীর চেয়ে এগিয়ে তিনি।
ইতিমধ্যে ছোটন রাজার পক্ষে বৃহত্তর ঈদগাঁওর ছয়টি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা নেমে পড়েছে।
সুত্র মতে, আমজাদ হোসেন ছোটন রাজা কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।
তিনি ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বৃহত্তর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি পদে আছেন।
এছাড়া আমরা মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, বৃহত্তর ঈদগাঁও জীপ মালিক সমিতির সভাপতি, পাঁহাসিয়াখালী তালিমুল কোরআন দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বখতার আহমদ কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।
আওয়ামী লীগের শীর্ষনেতাদের পরামর্শ ও তৃণমূলের সমর্থনে ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করছেন ছোটন রাজা।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ছোটন রাজাকে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন মুক্তিযোদ্ধারা। দল ও সাধারণ মানুষের জন্য ‘নিবেদিত কর্মী’ হিসেবে তাকে চান অনেকে। শুধু দলের নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষ তাকে ভালবাসে। তরুণ প্রজন্মও চায় ছোটন রাজার মতো তরুণ নেতৃত্ব। পুরাতন নেতৃত্ব ঝেড়ে ফেলে নতুনত্বের প্রতি ঝোঁক রয়েছে এই প্রজন্মের ভোটারদের।
রাজনীতির উর্ধ্বে সর্বদলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছোটন রাজা প্রার্থী হলে ভোট টানতে পারবে ভিন্ন ঘরানার লোকদের। কক্সবাজার সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযেগি সংগঠনের নেতারাও তার পক্ষে।