মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কক্সবাজারের উখিয়া উপজেলার খয়রাতী পাড়ার একশ’ নয় বছর বয়সী আবদুল খালেক এর নামাজে জানাজে বৃহস্পতিবার আসরের নামাজের পর সম্পন্ন হয়েছে। খয়রাতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতোর্ধ এই মুক্তিযোদ্ধার জানাজার পূর্বে উখিয়া উপজেলার ইউএনও নিকারুজ্জামান এবং উখিয়া পুলিশের একটি চৌকষ দল আনুষ্ঠানিকভাবে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। জানাজা’তে পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, আলেম সহ প্রচুর মুসল্লী অংশ নেন। পরে মরহুমের কফিনে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে খয়রাতি পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মুক্তিযোদ্ধা আবদুল খালেককে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা টার দিকে মুক্তিযোদ্ধা আবদুল খালেক,খয়রাতি পাড়া নিজ বাসভবনে ১০৯ বছর বয়সে ইন্তেকাল করেন। প্রবীন এই মুরব্বীর মৃত্যুরর খবরে তাৎক্সনিক উখিয়ার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেক হচ্ছেন-প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার জাফর আলম, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বদিউল আলম, কক্সবাজার সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মফিদুল আলমের গর্বিত পিতা।