শাহিদ মোস্তফা শাহিদ, সদর:

তৃণমূলের ভোট দলে অনৈক্য সৃষ্টি করে। নেতারা বসে আলাপ আলোচনা করে এক হয়ে আসুন। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে।

অতীতে তৃণমূল ভোট দলের জন্য কোন সুখকর খবর বয়ে আনেনি। পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে দলের ভরাডুবি বয়ে এনেছে। আমরা তৃণমূল আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সদর উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রার্থীতার তালিকা নির্ধারনের বর্ধিত সভায় তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ কথা বলেন। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা সোমবার ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ মিলনায়তনে বেলা ২ টার সময় সংগঠনের সভাপতি মো: আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে সদর উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী পদে ০৩ জন প্রার্থীতা জমা দেন। এরা হলেন- চেয়ারম্যান প্রার্থী সদর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, সদর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, শহর আওয়ামীলীগ নেতা বেন্টু দাশ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট একরামুল হুদা, ও ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ), জেলা যুবলীগ নেতা হুমায়ন কবির চৌধুরী হিমু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানিম মোর্শেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক রশিদ মিয়া, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন, জেলাস্বেচ্ছা সেবকলীগ নেতা কাজী রাশেল আহমদ নোবেল ও ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের, জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, ও সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা তাদের প্রার্থীতা জমা দেন।

বর্ধিত সভার শুরুতে প্রার্থীরা তৃণমূল নেতাদের কাছে তাদের প্রার্থীতা আহবান করে দোয়া ও সহযোগীতা কামনা করেন। বর্ধিত সভায় মতামত ব্যক্ত করেন জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হক জিকু, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউস সামাদ টিটু, দপ্তর সম্পাদক মো: মুফিদুল্লাহ, বন ও পরিবেশ সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেসানুল হক, পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোরর্শেদ ফরাজী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনজুর আলম, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো , ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডা: নুরুল কবির, আবুল হোসেন, রশিদ আহমদ, নুরুল হাকিম নুকি, জয়নাল আবেদীন, মো: ইসলাম, কামাল মাষ্টার, কবির আহমদ, নুরুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নূর ছিদ্দিক চেয়ারম্যান, ওয়াজ করিম বাবুল চেয়ারম্যান, রফিক আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ছৈয়দ রেজাউর রহমান, সরওয়ার আলম চৌধুরী, প্রভাষক নুরুল হুদা, আব্দুর রাজ্জাক, শাহজাহান চৌধুরী, মাঈন উদ্দীন, দাদা ফরিদ, হেলাল উদ্দিন মেম্বার, মাষ্টার তারেক, খাইরুল বশর, জহির উদ্দীন, যুবলীগ নেতা মিজানুল হক,শাহিদ মোস্তফা শাহিদ , ছাত্রলীগ নেতা এম.ফিরুজ উদ্দীন খোকা, মুন্না চৌধুরী, সাবেক ছাত্র নেতা নুরশাদ মাহমুদ, ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দীন, আবু হেনা বিশ্বাস,ইরফানুল করিম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় কোন ধরনের ঐক্যমতে না পৌছায় বর্ধিত সভায় তৃণমূল নেতারা সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বর্ধিত সভা শেষ করেন।