cbn  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, শহরের উত্তর রুমালিয়ার ছরা নিবাসী নুরুল আজিম কনক মঙ্গলবার রাতে টমটম (ই-বাইক) দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। আওয়ামীলীগ নেতা কনক এখন কক্সবাজার শহরের ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিসাধীন আছেন। নুরুল আজিম কনকের দ্রুত সুস্থতার জন্য তার সহধর্মিনী সবার কাছে দোয়া চেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •