cbn  

চট্টগ্রাম সংবাদদাতাঃ

জামিনে মুক্তি  পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর কারাগার থেকে বেরিয়ে হযরত শাহ আমানত শাহ (রা.) এর মাজার জেয়ারত করেন বিএনপি’র এ নেতা।

মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহাদাত হোসেনেরএকান্ত সচিব এডভোকেট মারুফুল হক। তিনি বলেন, হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর মঙ্গলবার চট্টগ্রামকারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

গত বছরের ৭ নভেম্বর ঢাকায় আটক চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীদের দেখতে গেলে ডা. শাহাদাত হোসেনও কেন্দ্রীয় যুবদল নেতা শামসুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।কারাগারে থেকেই একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নগরীর কোতোয়ালী- বাকলিয়া আসনে প্রতিদ্বন্ধিতা করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •