মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। ২৯ জানুয়ারি মঙ্গলবার সকালে তিনি কক্সবাজারে পৌঁছালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম (অতিরিক্ত সচিব), কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। কক্সবাজার সফরকালে দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বেশ ক’টি সভায় মিলিত হবেন বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর সর্বপ্রথম কোন মন্ত্রী কক্সবাজার সফর করছেন।