ছবি : কক্সবাজার সদর উপজেলা তৃতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

 

সিবিএন ডেস্ক :

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন,স্কাউটস ছাত্র জীবন থেকে সততা,শৃংখলা এবং নিয়মানুবর্তিতা শেখায়। তাই মানুষের জীবনকে একটি শৃংখলায় আনতে স্কাউটস এর প্রয়োজনীয়তা অনেক বেশি। পাঠ বই আমাদের জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম কিন্তু কিছু কাজ আছে যে গুলো বইয়ের পাতায় শেখানো হয় না। তবে বাস্তব জীবনে এই বেশি প্রয়োহ থাকে। সে সব কিছু শেখায় স্কাউটস,সে জন্য স্কুল গুলোতে স্কাউটসের কার্যক্রমকে বেশি ত্বরান্নিত করার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক ২৭ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা তৃতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান, অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল,ক্যাম্পুরী প্রধানের বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার মোঃ জসিম উদ্দিন, ৪ দিন ব্যাপী এই অনুষ্টানের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুয়েল আহাম্মদ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম। এবারের কাব ক্যাম্পুরীতে ৯৯ টি স্কুল অংশ গ্রহন করেছে।