লোহাগাড়া সংবাদদাতা:

পুলিশই জনতা, জনতাই পুলিশ। ‘পুলিশকে সহায়তা করুণ, পুলিশের সেবা গ্রহণ করুণ’ এই স্লেগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ইং উপলক্ষে রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাাড়া থানা এলাকা হতে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন পদক্ষিণ করেন। লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহ ব্যাপী ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের এই বিশেষ সেবা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ট্রাফিক ইন্সপেক্টর মো: মুজিবুর রহমান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জহির, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আলমগীর, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক, এসআই সোহেল সিকদার, অজয় দেব শীল, পার্থ সারথী দাশ গুপ্ত, চুনতি ইউপি চেয়ারম্যান মো: জয়নুল আবেদীন জনু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইউনুচ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: শামশুল ইসলাম, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: আবু বক্কর, সিনিয়র শিক্ষিকা স্বপাœ দেবী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্য, চৌকিদার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র‌্যালীতে অংশ গ্রহণ করেন।