মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
”মানবপাচার প্রতিরোধে ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও দূরীকরনের উপায়” শীর্ষক এক কর্মশালা কক্সবাজার জেলা জজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। USAID এবং NONGOR এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি’র সহায়তায় শনিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, পিপি এডভোকেট মমতাজ আহামদ, অতিরিক্ত পিপি এডভোকেট সুলতানুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এপিপি এডভোকেট জিয়া উদ্দিন আহামদ, দুদক’র প্যানেল আইনজীবী এডভোকেট আবদুর রহিম, এডভোকেট রাসিব আহামদ, ইউএসএইড এর কর্মকর্তাগণ অংশ নেন।