এম. আবুহেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শ্রমিক নেতা আমজাদ হোসেন ছোটন রাজাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার (২৬ জানুয়ারী) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্বে দলের সভা থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এ সময় প্রার্থী ছোটন রাজা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক।
উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্র নেতা আবুহেনা বিশাদ, মেম্বার আবদু শুক্কুর ও ইউছুপ, ১নং ওয়ার্ড সভাপতি মোস্তাক মুন্সি, সাধারণ স¤পাদক সিরাজ, ২নং ওর্য়াড় সভাপতি সাহাব উদ্দিন, ৩নং ওয়ার্ডের সভাপতি দীলিপ কান্তি দে, সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি জসিম, সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, ৫নং সভাপতি নুরুল আজিম সোনা মিয়া, সাধারন সম্পাদক আলম হাজি, ৬নং ওয়ার্ড আহবায়ক আবুল বশর সোনা মিয়া, সদস্য সচীব সোহেল ওমর, ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক চন্ডী আচার্য্য, ৮নং ওয়ার্ড সভাপতি বশির, সাধরন সম্পাদক রশিদ, ৯নং ওয়ার্ড সভাপতি মেম্বার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, আমজাদ হোসেন ছোটন রাজা কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য সন্তান।
তিনি ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বৃহত্তর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি পদে আছেন।
এছাড়া আমরা মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, বৃহত্তর ঈদগাঁও জীপ মালিক সমিতির সভাপতি, পাঁহাসিয়াখালী তালিমুল কোরআন দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বখতার আহমদ কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।
আওয়ামী লীগের শীর্ষনেতাদের পরামর্শ ও তৃণমূলের সমর্থনে ভাইসচেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন ছোটন রাজা। নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন ও গ্রহণযোগ্যতায় মাঠের পরীক্ষিত কর্মী হিসেবে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করেন। ইতোমধ্যে দলের জেলা পর্যায়ের বেশ কয়েকজন নীতি নির্ধারকের পক্ষ থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ছোটন রাজা নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন মুক্তিযোদ্ধারা। দল ও সাধারণ মানুষের জন্য ‘নিবেদিত কর্মী’ হিসেবে তাকে চান অনেকে। শুধু দলের নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষ তাকে ভালবাসে। তরুণ প্রজন্মও চায় ছোটন রাজার মতো তরুণ নেতৃত্ব। পুরাতন নেতৃত্ব ঝেড়ে ফেলে নতুনত্বের প্রতি ঝোঁক রয়েছে এই প্রজন্মের ভোটারদের।
রাজনীতির উর্ধ্বে সর্বদলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছোটন রাজা প্রার্থী হলে ভোট টানতে পারবে ভিন্ন ঘরানার লোকদের। কক্সবাজার সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযেগি সংগঠনের নেতারাও তার পক্ষে।