রুমায় ৪ শ্রমিক অপহরণ

প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০১৯ ১০:৫৬ , আপডেট: ২৫ জানুয়ারী, ২০১৯ ১০:৫৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের রুমায় চার কাঠ কাটার শ্রমিককে অপহরণ দুর্বৃত্তরা। অপহরণের পর আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা। শুক্রবার বিকালে দিকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- বান্দরবান পৌর এলাকার বালাঘাটা এলাকার শ্রমিক মো. নুরুল আলম (৪৮), কক্সবাজার জেলার চকরিয়ার টইটংয়ের মো. জমির হোসেন (৩৯), চট্টগ্রামের চন্দনাইশের আহম্মদ কবির (৪৬) ও মো. আরসার আলী (৩৫)। তারা রুমা উপজেলার পান্তলা এলাকার নাইতংপাড়ার কাছে পাহাড়ে বান্দরবান শহরের কাঠ ব্যবসায়ী মো. ইকবারের আওতায় কয়েক দিন ধরে থেকে গাছ কাটছিলেন।

স্থানীয়রা জানান, বিকালে ১০-১২ জনের একটি সশন্ত্র দল গাছ কাটার স্থানে হানা দিয়ে চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা শ্রমিকদের সহযোগীদের ফোন করে মুক্তিপণ আড়াই লাখ টাকা দাবি করে। এ ঘটনার পর ওই এলাকায় পৌছান রুমা সেনা জোনের সদস্যরা । এর আগেও সন্ত্রাসীরা ব্যবসায়ী ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে বলে স্থানীরা জানিয়েছেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন চৌধুরী জানান, পুলিশ অপহরণের খবরটি শুনেছে। সেখানে সেনাবাহিনীর সদস্য গিয়েছে বলে জানান এ কর্মকতা।