নুরুল আমিন হেলালী:
কক্সবাজার সদরের স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠান ২৪ জানুয়ারী বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালীর উপস্থাপনায় ও দশম শ্রেণির শিক্ষার্থী শামশুল হুদার কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী।
অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষা নাওরিন হাসনাত উমামা এবং শফিকুল ইসলাম। বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ঈপ্সিতা শবনম, ৭ম শ্রেণির রাইসাতুল রেজা, ৮ম শ্রেণির ফারিয়া, ৯ম শ্রেণির তাহিনুর। বিদায়ীদের পক্ষে মানপত্র পাঠ করেন জয়নাব আকতার এবং বকুল। বক্তব্য রাখেন সৈয়দ ইসলাম শাকিব, নাইমা সালসাবিল সাদিয়া, ফাহিম, নুরুল আমিন, আফরিন জান্নাত কলি, লহ্মি দাশ ও হিমেল দাশ প্রমুখ। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিন এবং প্রধান শিক্ষক একেএম আলমগীর। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির শামীম শহিদ, নুরুল ইসলাম, ইরান বাহার, আবদুল করিম, মোঃ ফেরদাউস, আলহাজ্ব আবদুস সালাম বাবুল উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে মোঃ এনামুল হক, আতিক আহমদ, মোঃ রেজাউল করিম, নুরুল ইসলাম, পাপড়ি রুদ্র, রোকেয়া বেগম, শাহীমা বেগম, চিত্রা পাল, শহিদুল্লাহ সিকদার, মিশন চৌধুরী, শাহাব উদ্দিন, মাহমুদুল হক, জিয়াউল হক, মোঃ তৈয়ব, মোঃ আবদুল্লাহ, সাবরিনা কামরুল ঈশিতা, সাংবাদিক আবু হেনা সাগর, অভিভাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। বিদায়ীদের উদ্দেশ্যে শিক্ষকরা বলেন, এমনভাবে পড়ালেখা করতে হবে যেন একদিন তোমাদের স্বাক্ষর অটোগ্রাফে পরিনত হয়, এমনভাবে পরিশ্রম করতে হবে যেন তোমার আজকের আদর্শবান ব্যক্তি নৈতিকতা ও আদর্শে তোমার প্রতিদ্বন্দ্বীতে পরিনত হয়।
উল্লেখ্য, এবার উক্ত বিদ্যালয় থেকে ৩৩৭জন শিক্ষার্থী আসন্ন ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় নেবে।