এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজরে সদরের বৃহত্তর ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষাঙ্গন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরন অনুষ্টান সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারী সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষাদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ সম্পন্ন হয়।
প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান এতে অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন-জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী।
অতিথি ছিলেন, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কন্ঠশিল্পি দুলাল আচার্য্য, শহিদ উল্লাহ মিয়াজী, মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার, মৌলানা এনামুল হক ইসলামাবাদী, গিয়াস উদ্দিন বাবুল, গোলাম মোস্তফা।
শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন- হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ছালেহা আক্তার, মিনুন্নাহার, রমিজ আহমদ, আহমদ কবির, রাজন আচার্য্য, ছানা উল্লাহ, সুপ্রিয়া পাল ও সাইফুদ্দিন সৈকত প্রমুখ।
নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। গোলাপ দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষাদের বিদায় জানানো হয়। মানপত্র পাঠকালে উভয় শিক্ষার্থীদের মাঝে হাসি কান্নার দৃশ্য চোখে পড়ে।