সংবাদ বিজ্ঞপ্তিঃ
দ্বীনি শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড। কুরআনের শিক্ষা না থাকলে মুসলিম জাতির বিনাশ আসন্ন। সব শিক্ষার ওপর সেরা কুরআন শিক্ষা। যার কুরআনের জ্ঞান নেই সে অন্ধ লোকের মতো। কুরআনের নির্দেশনার আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কোরআন মাদরাসা পরিদর্শন শেষে সংবর্ধনার জবাবে কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালক আন্তর্জাতিক ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, কুরআনের হেফজ করা একটি দুঃসাহসিক কাজ। হাফেজদের সম্মান স্বয়ং আল্লাহ তায়ালা প্রদান করবেন। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায়  বরণ করেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

দারুল আরক্বমের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের পিএস হাবিবুল্লাহ আশরাফি, পরিদর্শক মুফতি আবদুল ওয়াহহাব, মুফতি আরিফুল্লাহ, মুফতি হাসান।এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।