সিবিএন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল দুই সপ্তাহ এগিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী ৩ ফেব্রুয়ারি এই তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছিল নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা ইতোপূর্বে ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনসহ সার্বিক বিষয় বিবেচনা করে এই তফসিল এগিয়ে এনে আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।