মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বেসরকারী সংস্থা ইমারজেন্সি ফাষ্ট এইড ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবানের লামা উপজেলায় শীতবস্ত্র, বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ পেল ১হাজার ৮০জন হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী মানুষ। উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার হত দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। মঙ্গলবার দুপুরে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচীর উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এ সময় গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সংস্থার জেনারেল সেক্রেটারী মো. শামসুদ্দোহা তাপস, সদস্য তানবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা, শিক্ষক উথোয়াই মার্মা জয়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উহ্লাওয়াং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার জেনারেল সেক্রেটারী মো. শামসুদ্দোহা তাপস বলেন, প্রতি বছরের ন্যয় এবছরও ইউনিয়নের ৩০০জন হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল, ৫০ জনের মধ্যে সোয়েটার, ৩০০ জন নারীর মধ্যে বোরকা, ৩০জনের মধ্যে পুরাতন কাপড় প্রদান করা হয়েছে। একই সময় ৪০০ জন হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা শেষে ঔষধ দেয়া হয়।