সিবিএন ডেস্ক:
সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে ভীষণ দুর্বল। সম্প্রতি তার হার্টের ভাল্ব লাগানো, লিভারের সমস্যা ও রক্তে ইনফেকশনসহ বার্ধক্যজনিত কারণে তিনি ঘনঘন অসুস্থ হয়ে পড়ছেন।

দেশে থাকলে সিএমএইচে ও দেশের বাইরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দু-একদিনের মধ্যে চিকিৎসায় কোনোপ্রকার উন্নতি হয়েছে কি না- সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার রাতে বেসরকারি একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে উপস্থাপিকা ও আলোচকদের প্রশ্নের জবাবে এরশাদের সহোদর জাতীয় পার্টির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এরশাদের ঘনঘন অসুস্থ হওয়া ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেয়া ও দলে রওশনের অবস্থান সম্পর্কে জিএম কাদের বলেন, ভাই পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়ে তার অনুপস্থিতিতে আমাকে দলের চেয়ারম্যান নিয়োগ দিয়ে গেছেন। বেগম রওশন এরশাদের অবস্থান দলে আগে যেমন ছিল এখনও তেমনি আছেন।

এরশাদের অনুপস্থিতিতে তিনিই বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব হয়তো পালন করে যাবেন বলে তিনি জানান।