ফেরিওয়ালা

প্রকাশ: ২১ জানুয়ারী, ২০১৯ ০৮:৫২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


অাশু বড়ুয়া

অামি একজন ফেরিওয়ালা

মা-বাবার দেওয়া অাছে নাম,

নাম ধরে কেউ ডাকে না

অামায় দেয়না তেমন দাম।

বাড়ি-গাড়ি, জোত জমি একদিন অামার সবই ছিল,

ঐ সর্বনাশা পদ্মানদী সবই কেড়েই নিল।

তখন থেকেই ঢাকা শহরে এসেই করছি ফেরি,

মালামাল করে বিক্রি বাসায় যেতে হয় মোর দেরি।

ঢাকা শহরে অলিগলিতে হাঁটি ঠেলায় নিয়ে খাঁচি,

জীবন কাটেই বড্ড কষ্টে তবুও অাশায় বাঁচি।

হেই লালশাঁক, মিষ্টিকুমড়া, অালু অাছে লাগবেনি,

ডাক শুনে ছুঁটে এসে ভিড় করে বৃদ্ধ,তরুণ, তরুণী।

নেড়েচেড়ে দেখে পছন্দ হলে নেয়, অাঁধা এক কেজি,

দাম বেশি হলে রেগে বলে, ওমা! দাম কেন এতো তেজি?

কত গালাগাল কত বকা খেয়ে জিনিস বিক্রি করি,

কেউ দেখে ঘৃণার চোখে কারণ অামি ফেরি।

অনেক সময় বৃষ্টিতে রোদে পুড়ে কাতর হয়ে হাঁটি,

ক্লান্ত দেহে বাসায় গিয়েই শুয়তে পায়না শীতল পাঁটি।

ঝুড়ি ভর্তিতে মালই অামার পথই অামার জীবন,

পুরোনো ভাঙ্গা শিশি-বোতেলের মতো পথেই হবে মরণ।