আবুল কালাম,চট্টগ্রাম :

চট্টগ্রাম কাস্টমস হাউজ হতে ‘ঘুষের টাকা’সহ আটককৃত কর্মকর্তা নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম খায়রুল আমিন শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বলেন, দুদকের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

১০ জানুয়ারি হটলাইনে অভিযোগ পেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিচতলার কার্যালয় থেকে ছয় লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা নাজিমকে আটক করে দুদক।

চট্টগ্রাম কাস্টমসের পণ্য খালাসের ছাড়পত্র দেওয়ার দায়িত্বে ছিলেন ওই রাজস্ব কর্মকর্তা।

দুদক কর্মকর্তা লুৎফুল কবীর চন্দন সেদিন জানান, রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন পণ্য খালাসের ছাড়পত্র প্রদান করার সময় তিনি ঘুষ নেন বলে অভিযোগ আছে।