প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রিলিমিনারি শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব আজ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ওমর ফারুক ও জোৎস্না ইয়াসমিনের সঞ্চালনায় এবং সমাজবিজ্ঞান অনুষদ প্রধান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নবীন বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্য থিং অং বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ার যে লক্ষ্য নিয়ে কক্সবাজার সিটি কলেজ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেই লক্ষ্য পূরণে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় বিভাগের বিভিন্ন বর্ষে ১ম ও ২য় স্থান অধিকার করায় মোট পাঁচ জন শিক্ষার্থীর (শাহিন আকতার, নাহিদ তাসরিন হিমু, আশরাফুল আজিজ, হাফিজা আকতার, শাহরিন সুমাইয়া সানি) হাতে বিনা বেতনে অধ্যয়নের স্টাইপেন্ড তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মুঃ জাফর সাদেক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়নাল আবেদীন, বাণিজ্য অনুষদ প্রধান ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাস, বিজ্ঞান অনুষদ প্রধান ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জেবুন্নেসা, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শারায়েত পারভিন লুবনা, কলা অনুষদ প্রধান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মইনুল হাসান পলাশ এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা।

নবীন বরণ উৎসবের দ্বিতীয় পর্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন, ইরফানা হোসাইন তোফা, কামরুল হাসান ইমন, হিসাব বিজ্ঞানের রোমেল সেন এবং অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী।