সিবিএন:
কক্সবাজারে নুরুচ্ছবিহ (৩৮) নামের অস্ত্র মামলার এক আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) এসপিটি মামলা নং-১৪/১৭ শুনানী শেষে যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় প্রদান করেন।
জনাকীর্ণ আদালতে রায় প্রদানকালে আসামী নুরুচ্ছবিহ উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামী পেকুয়া উপজেলার রাজাখালী চৌধুরী পাড়া আরবশাহ বাজার এলাকার মোহাম্মদ ইছহাকের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ।
মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর পেকুয়ার টইটং বাজার এলাকা থেকে ৫ টি এলজি ও ৮ রাউন্ড গুলিসহ আসামী নুরুচ্ছবিহকে আটক র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম।
এ ঘটনায় র‌্যাবের এসআই মো. আলমগীর বাদি হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। যার জিআর মামলা নং-১২৮/১৬ (এসপিটি মামলা নং-১৪/১৭)।
২০১৬ সালের ২৫ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন পেকুয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ।
রায়ের পর প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর জিয়াউদ্দিন আহমেদ আদালতের রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন।