প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলার চাকমারকুলের বাসিন্দা, জোয়ারিয়ানালা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মুহাম্মাদ উদ্দীন ( ৭৫) ১৩ জানুয়ারী ( রবিবার) দিবাগত রাত ৩ টায় ইন্তেকাল করেছেন -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম যামানার কৃতি ছাত্র মাওলানা মুহাম্মদ রামুভী রহ. এর নাতী এবং মাওলানা রশিদ আহমদ সিদ্দিকী রহ. এর সুযোগ্য সন্তান। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী বুনিয়াদী মুসলিম পরিবারের এ কৃতি সন্তান ও আদর্শ শিক্ষকের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন ছেলে ও ছয় মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। ১৪ জানুয়ারী ( সোমবার) বাদে আছর দক্ষিণ চাকমারকুল জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমের ছেলে মাওলানা নাঈম উদ্দীন সিদ্দিকী। জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, মরহুমের নিকটাত্মীয় মাওলানা মুফতি ফিরোজ আহমদ, এড. হোসাইন আহমদ আনছারী, মাওলানা আমিন উল্লাহ, মরহুমের ছোট ভাই মাওলানা মঈন উদ্দীন, ছেলে মুহাম্মদ ওয়াসিম উদ্দীন সিদ্দিকী।
নামাজে জানাযায়
বিশিষ্ট আলেম-ওলামা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা নামাজে জানাযায় শরীক হন।

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের শোক…

দারুল উলুম দেওবন্দের প্রথম যামানার কৃতি ছাত্র, অনন্য প্রতিভার অধিকারী মাওলানা মুহাম্মদ রামুভী রহ. এর নাতি, আদর্শ শিক্ষক মাষ্টার মুহাম্মদ উদ্দীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন,কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা মাসিক আল-হক সম্পাদক আল্লামা ফুরকানুল্লাহ খলীল, মাসিক আত-তাওহীদ সম্পাদক ড. আ. ফ. ম খালিদ হোসেন, মাওলানা হাফেজ আব্দুল হক, কবি কাজী মোহাম্মদ আলী, প্রাবন্ধিক আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, এড. হোছাইন আহমদ আনছারী, সংগঠনের সহ-সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী এরশাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল গফফার নাছের, নির্বাহী সদস্য এম. আতাউর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, খলীলুল্লাহ ফুরকান আমেল প্রমুখ।

রামু লেখক ফোরামের শোকঃ

রামুর ঐতিহ্যবাহী আলেম পরিবারের কৃতি সন্তান মাষ্টার মুহাম্মদ উদ্দীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রামু লেখক ফোরামের উপদেষ্টা প্রাবন্ধিক আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মোহছেন শরীফ, এড. হোসাইন আহমদ আনছারী, মাওলানা কাজী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন, মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, সাধারণ সম্পাদক খলীলুল্লাহ ফুরকান আমেল, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, এস. এম আবুল কালাম আযাদ,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরওয়ার, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য -সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন মামুন প্রমুখ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাষ্টার মুহাম্মদ উদ্দীন ছিলেন অনন্য প্রতিভার অধিকারী একজন আদর্শ শিক্ষক। আপন পিতার শিক্ষকতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও সারাজীবন শিক্ষার আলো ছড়িয়েছেন। সাধারণ শিক্ষাধারায় উচ্চতর পড়াশোনা করেও তিনি ছিলেন সুন্নাতে নবভীর একান্ত অনুসারী এবং ইসলামী জ্ঞান চর্চায় নিবেদিতপ্রাণ। দ্বীনি জ্ঞান চর্চায় অদম্য স্পৃহা, ওলামা-মশায়েখের প্রতি অকৃত্রিম শ্রদ্ধাবোধ তাঁর চরিত্রের অনন্য ভূষণ।
ব্যক্তিগত জীবনে নির্লোভ, নিভৃতচারী এ শিক্ষক ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী, সত্যের পথে অটল-অবিচল।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।