প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সরকারি কলেজে ১৪ জানুয়ারি রসায়ন বিভাগের অনার্স কোর্সের শুভ যাত্রা ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় ভৌত বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কান্তি পাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম।
বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো: অহিদুল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ উল্লাহ, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: সুলতান আহমদ, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মো: গোলাম দস্তগীর, পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ কাসেম, গণিত বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী, রসায়ন বিভাগের প্রভাষক বিধান কুমার মুহুরী।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে- রাকিব, সামশুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।