সংবাদদাতাঃ
‘পায়ের চিহ্ন রেখে যাও’ এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচী।
১৩ জানুয়ারি সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে কর্মসূচী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সাইফুল আশরাফ জয়।
তিনি বলেন, পৃথিবীর এই দীর্ঘ সমুদ্র সৈকত আমাদের, একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সকলের। আসুন সবাই মিলে আমাদের এই অমূল্য সম্পদ পরিষ্কার রাখি। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কর্মসূচীতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বীচের ব্যবসায়ীসহ পর্যটকেরা অংশ নেয়।