বিনোদন প্রতিবেদক:

দীর্ঘদিন পর নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তরুণ পরিচালক মাহবুব আহসান টনি। শিগগিরই বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার শুরু হচ্ছে টনির দ্বিতীয় ধারাবাহিক ‘শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি’। কাহিনীতে দেখা যাবে- রূপসা নামে একটি গ্রামের স্কুল শিক্ষক ও তার পরিবারকে ঘিরে নাটকের গল্প। ধ্রুব মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। ইতিমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে এবং নাটকটি সম্পাদনার টেবিলে রয়েছে। জানুয়ারির শেষ দিকে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।‘শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি’ ধারাবাহিকের গল্পে দেখা যাবে, শিহাব মাস্টার তার নিজের জমিতে স্কুল প্রতিষ্ঠা করেন । সেই স্কুলের গেড মাস্টার নিজে, শিহাব মাস্টারে পাঁচকন্যা। বিবাহিত তিনকন্যা ও তাদের ঘরজামাইরা শ্বশুরের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন্য কৌশাল করে। গ্রামীণ সমাজের চিরায়ত রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতা। ধারাবাহিক সম্পর্কে নির্মাতা মাহাবুব আহসান টনি বলেন, একজন আদর্শবান শিক্ষক ও তার ঘর জামাইদের কূটকৌশলের কাছে একপর্যায়ে হার মানেন সেই আদশ বান শিক্ষক। তবে গল্পের পরতে পরতে গ্রামীণ হাস্যরস রয়েছে। যা নাটকটিকে উপভোগ্য করে তুলবে। ‘শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি’ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জল, ম ম মোর্শেদ, শেখ স্বপ্না, আফজাল শরীফ, হুমায়ুন কাবেরী, তানিন সুভা, অলিভিয়া, ইরানী খান, রফিক উল্লাহ, উত্তম অধিকারী আশা মনি আহম্মেদ সাব্বীর রোমিও, সাজ্জাদ খানঁ সহ আরো অনেকে। জানা গেছে, ধ্রুব মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘গায়েন’ নামে সম্পূর্ণ লোকজ গীতনির্ভর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন মাহবুব আহসান টনি। আগামি মাসেই সিনেমার শুটিং শুরু হচ্ছে। ‘গায়েন’ সিনেমাটিতে নায়ক-নায়িকা হিসেবে নতুন জুটি উপহার দেওয়া হবে। এদিকে কলকাতার এক পরিচালকের সঙ্গে যৌথ পরিচালনায় দুটি সিনেমা নির্মাণের কথা চলছে মাহবুব আহসান টনির। কলকাতার এস এস প্রডাকশন ব্যানারে ‘স্বপ্নের বিসর্জন’ ও ‘ডার্টি গার্ল’ নামে দুটি সিনেমার শুটিংও শুরু হবে চলতি বছরের মাঝামাঝিতে। চলচ্চিত্র দুটি কাহিনী ও প্রযোজনা করছে মোহাম্মাদ আবদুল সত্তার এই মুভিতে অভিনয় করবেন দুই বাংলার কলাকুশলীরা।