প্রেস বিজ্ঞপ্তিঃ

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমান উইঘুর জনগোষ্ঠীর উপর দীর্ঘদিন ধরে চলছে নির্যাতন। পুনঃশিক্ষা কেন্দ্র নামের ডিটেনশন সেন্টারে হাজার হাজার উইঘুর যুবক যুবতীদের যে নির্যাতন চলছে তার প্রতিবাদ ও সহমর্মিতার জন্য আজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হতে পেস্টুন হাতে দাঁড়িয়েছিল মানবাধিকার কর্মী মোঃ ইলিয়াছ মিয়া।

তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ,জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন।সমসাময়িক কপ সম্মেলন,রোহিঙ্গা ইস্যু,ফিলিস্তিন ইস্যু নিয়ে ছিলেন সরব।কাজ করছেন কক্সবাজার পরিবেশ,মানবাধিকার ও উন্নয়ন ফোরামের প্রধান নির্বাহী হিসেবে।

তিনি বলেন সমগ্র বিশ্বে উইঘুর জনগোষ্ঠীর অনেক মানুষ বিপন্ন অবস্থায় অভিবাসী ও শরণার্থী হিসেবে বাস করছেন।চীন তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে তা বর্বর,অগ্রহণযোগ্য।তিনি জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি চীনে উইঘুরদের প্রতি নির্যাতন বন্ধে চীনা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করতে আহবান জানান।তিনি বাংলাদেশ সরকারের প্রতিও এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আহবান জানান।