প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন আগামি ৫ বছরে দেশে কোন গরীব লোক থাকবে না এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি পরপর তিনবার বিজয়ী নেত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি প্রধানমন্ত্রী বলেই লবণের ন্যায্যমুল্য নিশ্চিত হয়েছে। মিস্টি পান বিদেশে রপ্তানী হচ্ছে। আওয়ামী লীগের জালাও পড়াও এর রাজনীতিতে বিশ্বাসী নয়। কোন আগুন সন্ত্রাসিকে আওয়ামী লীগ ছাড় দেবে না।

তিনি আরো বলেন অবিলম্বে গোরকঘাটা জনতা বাজার সড়ক ১৮ পস্থ করে পুনরায় নির্মিত হবে। এ প্রকল্পের জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে মহেশখালীর উন্নয়ন আরো তরাস্বিত হবে। আমরা সবাইকে নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে চাই। আগামিতে গ্রাম হবে শহর। গ্রামের লোকজন সহজেই শহরের সুবিধা ভোগ করবে। খুব অল্প সময়ের মধ্যেই মহেশখালী-কক্সবাজার ফেরী সার্ভিস চালু হবে।

তিনি বলেন, আওয়ামী লীগে কোন সন্ত্রাসির স্থান নেই। আওয়ামী লীগ গনমানুষের দল। যারা সন্ত্রাস করে আইনশৃংখলার অবনতি করে তাদের আইনের আওতায় আনার জন্য মহেশখালী থানা প্রশাসনকে তিনি নির্দেশ দেন।

সভার শুরুতে নবনির্বাচিত সাংসদকে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ফুল দিয়ে বরণ করে নেন।

বছরের প্রথম মাসিক আইন শৃংখলা সভা গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল আমিন, সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসাইন চৌধুরী, বড় মহেশখালীর ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, হোয়ানকের মোস্তফা কামাল, কালারমারছড়ার চেয়ারম্যান তারেক বীন ওসমান শরিফ, মাতারবাড়ির চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, শাপলাপুরের জসিম উদ্দিন (ভারপ্রাপ্ত), ছোট মহেশখালীর জিহাদ বীন আলী, কুতুবজোমের মোশাররফ হোসেন খোকন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রোকন, সাংগঠনিক সম্পাদক এম বশির উল্লাহ সহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় তিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও উপ-প্রচার সম্পাদক এহছানুল করিম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রব্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফোরকান বিএ, উপদেষ্ঠা দিপক পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজগোপাল ঘোষ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রণব কুমার দে, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জাকারিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, উপজেলা আওয়ামী লীগের মোস্তাক আহমদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মৌলভী মোহাম্মদ ইউনুচ, উপজেলা আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, বড়মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, মোহাম্মদ ইমরান উল্লাহ ও মোহাম্মদ তারেক।