মহেশখালীর মাতারবাড়িতে হেলাল উদ্দিন নামের এক যুবলীগ নেতা নিহতের ঘটনায় কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)-এ ৯ জানুয়ারি প্রকাশিত সংবাদে অভিযুক্ত বদর উদ্দিন তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি সংবাদটি সম্পূর্ণ পরিকল্পিত, সাজানো, উদ্দেশ্যপূর্ণ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন।
বদর উদ্দিন বলেন, তুচ্ছ বিষয়ে হেলাল উদ্দিন নিহতের ঘটনাটি খুবই দুঃখজনক ও শোকাবহ। ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মূলতঃ হেলাল উদ্দিন হত্যার ঘটনাটি তাদের পারিবারিক ও গোষ্ঠীগত সমস্যা। ঘটনার সাথে আমাদের কোন ধরনের সম্পৃক্ততা ছিল না।
ব্যবসায়িক ও রাজনৈতিক কারণ এই ঘটনার সাথে আমাদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বিশেষ করে, আমি বিএনপির রাজনীতিতে জড়িত বিধায় হয়রানির চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। এটি কুচক্রী মহলের দীর্ঘদিনের ঘৃণিত কর্মকাণ্ডের অংশবিশেষ।
ঘটনাটি কারা ঘটিয়েছে তার সুষ্ঠু তদন্ত করলে দিবালোকের মতো স্পষ্ট বেরিয়ে আসবে।
ঘোলা পানিতে মাছ শিকার না করে সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ করছি।
প্রকাশিত সংবাদে ফারুক নামের যে ব্যক্তিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সম্পর্কে আমার ভাগিনা। তার কারণে আমাকেও ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল।
এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জেনেছি, তুচ্ছ একটি ঘটনায় ফারুকের পিতা বাট্টুকে ঘুষি মারে নিহত হেলাল উদ্দিন।
এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হেলাল উদ্দিন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় বলে জানা গেছে।
এই লাশের ঘটনা নিয়ে অপরাজনীতি করতে দ্বিধা করছে না এলাকার স্বার্থান্বেষী মহলগুলো। যা অনভিপ্রেত ও দুঃখজনক।