মুহাম্মদ শাহ জাহান, সংযুক্ত আরব আমিরাত থেকেঃ
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরর আমিরাতে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশী শ্রম বাজার বন্ধের পর অবৈধ অভিবাসী বৈধ (জিরো টলারেন্স) করার লক্ষ্যে গেল বছরের ১ আগস্ট থেকে তৃতীয় মেয়াদে টানা ৫ মাস সাধারণ ক্ষমার (এমনেস্টি) সময় সীমা শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর।
২০১৯ সালের ১ জানুয়ারী থেকে হঠাত করে আমিরাত ভিসা অধিদপ্তরের অনলাইনে যাবতীয় ভিসা প্রসেসিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি ৬ মাসের জব সিকার ভিসা প্রার্থী প্রবাসী বাংলাদেশীদের চোখ কপালে উঠে যায়।
যদিও সংশ্লিষ্ট অধিদপ্তর (তা’শীল) সিস্টেম আপডেটের কারণে বন্ধ থাকার কথা জানিয়েছেন।
ভিসা প্রসেসিং সিস্টেম ৯ জানুয়ারী থেকে পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন-আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড মুহাম্মদ ইমরান।
তিনি সীমিত সময়ে ৬ মাসের জব চেকার ভিসা প্রাপ্ত সকল প্রবাসীদের যে কোন কোম্পানিতে এমপ্লয়ি ভিসায় পরিবর্তন করে এ সুযোগ কাজে লাগার পরামর্শ দেন ।