পরিবর্তন ডটকমঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩ জানুয়ারি সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার এ আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

মাহবুব উদ্দিন খোকন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডাক এবং কুরিয়ার সার্ভিসে তিনজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন।