জসিম উদ্দীন জিহাদঃ
সীমান্ত উপজেলা টেকনাফ দমদমিয়ে এলাকায় চেকপোস্টের সামনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তারা মাদক কারবারী বলে জানিয়েছে র‍্যাব।
সোমবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে ৪০হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- বাগের হাট চিতলমারী উপজেলার বড় বাড়িয়া গ্রামের মোঃইব্রাহীম শেখের ছেলে সাব্বির হোসেন (২৫) ও ঢাকা সাভার উপজেলার নগর কুন্ডা গ্রামের আবদুল মতিনের ছেলে হাফিজুর রহমান(৩৫)
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ র‍্যাব কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম।
তিনি জানান, টেকনাফ দমদমিয়ে চেকপোস্ট একটি কাভার্ড ভ্যানকে তল্লাশি জন্য গতিরোধ করার চেষ্টা করা হলে গাড়ির ভিতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদক কারবারিরা।
র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ, ৪০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল একটি ওয়ান সুটাগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাদক পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয় বলে জানান তিনি।