জে.জাহেদ, চট্টগ্রাম :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণ চট্টগ্রামের গৌরব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

যিনি টানা তিনবার চট্টগ্রাম-১৩ আসন হতে বিপুল ভোটে নির্বাচিত হন। অপরদিকে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন।

আজ ৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট।

রীতি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এতে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের পুর্ণ মন্ত্রি হিসেবে শপথ নেন।