জে.জাহেদ, চট্টগ্রাম :

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশের এক আমিরকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শহরের পাথরঘাটার চার্চ রোড এলাকা থেকে সাবকাত আহমেদ (২১) নামে এ আমিরকে গ্রেফতার করে পুলিশ।

এসময় তার কাছ থেকে হিজবুত তাহরীরের বিভিন্ন উসকানিমূলক পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, সোমবার (৭ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেফতার করা হয় ।

সাবকাত আহমেদ চার্চ রোড এলাকার কাউসার আহমেদ চৌধুরীর ছেলে। তিনি হিজবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমির বলে জানিয়েছে পুলিশ।

পু্লশি কর্মকর্তা মো. আফতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবকাত আহমেদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সাবকাত আহমদের সঙ্গে থাকা আরও ৫/৬ জন জঙ্গি সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। সাবকাত আহমদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।