এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাথমিক শাখার ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

৭ জানুয়ারী সকাল ১০ টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলা, ইংরেজি ও গণিত-এই ৩ বিষয়ের মোট ৫০ নাম্বারের পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের’র সার্বিক তত্ত্বাবধানে পূর্ব নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ভর্তি পরিচালনা করেন প্রাথমিক শাখার পরিচালক ও শিক্ষক প্রতিনিধি বাবু অলসন বড়ুয়া।

পরীক্ষার হল পরিদর্শন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, ম্যানেজিং কমিটির সদস্যা মকছুদুল হক ছুট্টু, শফিকুল কাদের, শওকত হোসেন ও সাইফুল কাদের সোহেল।

পরীক্ষার বিভিন্ন হলে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শ্রীমতি রূপালী রাণী দে, আনার কলি, শ্রীমতি শুভ্রা দাশ, রাশেদা বেগম, বদরুল ইসলাম বেদার, এম. রিদুয়ানুল হক, নাজমুন নাহার হেলেন, আসমাউল হুসনা মোস্তারী, সাজিয়া আরেফিন সুইটি, হেদায়েতুন্নেছা বিউটি, জুবাইদা ইয়াছমিন, ফাতেমা সুলতানা রুবি, শাহরিন নেওয়াজ জিগার, এসএম এরফানুল হক, বাবু রিমন দাশ, নাছরিন আকতার, তানজিনুল ইসলাম, কাউছার আলম, শাহ আলম ও হুমায়রা তানজিদা।

উল্লেখ্য, ৮ জানুয়ারী মাধ্যমিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।