জাহাঙ্গীর আলম, ইনানীঃ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে ২৩ কিলোমিটার দক্ষিণে ইনানী সমুদ্র সৈকত।
এখানে গড়ে ওঠেছে তারকা মানের আবাসিক হোটেল। রয়েছে ছোটখাটো বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট।
ইনানীর নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতি বছরের শীত মৌসুমের শুরুতেই ঘুরতে আসে দেশি-বিদেশি পর্যটকরা। বিশেষ করে ডিসেম্বরে বেড়ে যায় পর্যটকদের পরিমাণ। ঘুরে বেড়ায় প্রাকৃতির খুঁজে পর্যটকরা। হোটেল মোটেল রেস্টুরেন্ট মালিকরা ব্যস্ত হয়ে পড়ে পর্যটকদের বরণ করতে। প্রশাসনের পক্ষ থেকেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। থাকার ও খাবার হোটেলগুলো পর্যটকে ভরা থাকে।
কিন্তু ২০১৮ সালের শেষ দিনে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ইনানীতে কোন ধরনের আয়োজন ছিল না। তাই পর্যটকও তেমন চোখে পড়েনি। মৌসুমী ব্যবসা না হওয়ায় হতাশার কথা জানিয়ে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ইনানীর বিভিন্ন হোটেল মোটেল জোনের ব্যবসায়ীরা জানায়, নির্বাচনের কারণে থার্টি ফাস্ট নাইটের আয়োজন বন্ধ ছিল। তাই পর্যটকের সংখ্যা খুবই কম। বিভিন্ন হোটেলের কক্ষ খালি। আশানুরূপ ব্যবসা হচ্ছে না।
ইনানী বীচের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোন এজন্য থাকলেও নির্বাচন-পরবর্তী কিছুটা পর্যটক আসছে। এই ধারা অব্যাহত থাকলে ব্যবসা হওয়ার সম্ভাবনা দেখছে স্থানীয় ব্যবসায়ীরা।
তবে, ইনানীর এক আবাসিক হোটেলের জিএম এ বছর কাঙ্খিত ব্যবসা হবেনা মনে করেন।