এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

সদরের ঈদগাঁও বাজারে রিক্সা চালক আবদুল মজিদ হত্যাকারীকে এক সপ্তাহেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী।
সূত্র মতে, ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার পয়েন্টে নিহত মজিদ স্থানীয় দোকানদার খালেক কে বাসায় পৌঁছে দিতে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় জালালাবাদ রাবারড্যাম এলাকার মহিউদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে মজিদের উপর হামলা করে মহিউদ্দিন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
তবে এলাকার লোকজনের মতে,নিহত মজিদ অত্যন্ত ভাল ছেলে,এলাকায় সহজ সরল ছিল। সকলের কাছে ভদ্র ভাষায় কথা বলত। তার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছেনা। ঘটনায় জড়িত খুনিকে আটক পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী গ্রামবাসীর।

স্থানীয় মেম্বার বজলুর রশিদ জানান, এখনো মজিদ হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঈদগাঁও আ,লীগ সাধারন সম্পাদক তারেক আজিজ জানান,আ,লীগ সমর্থক মজিদ হত্যা কারীকে অবিলম্ব গ্রেফতার দাবী।

জেলা ছাত্রলীগ সহ সম্পাদক ইরফানুল করিম অপরাধী যতই বড় হোক না কেন,তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।