প্রেস বিজ্ঞপ্তি :

শনিবার ৫ জানুয়ারী পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা স্টেশনে ইসলামী যুব হিযবুল বাহার সিরত কমিটির উদ্যোগে এক সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান আলোচকের বক্তৃতায় চট্টগ্রাম ওমর গনি এম.ই.এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আ.ফ.ম.খালেদ হোসাইন সীরাত গ্রন্থ ব্যাপক অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন-বাংলা ভাষায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবন, কর্ম, সাধনা, আদর্শ, অবদান বিষয়ক বিপুল সংখ্যক গ্রন্থ রয়েছে। প্রয়োজন কেবল সদিচ্ছা ও উদ্যোগ। কিন্তু সেসব মুল্যবান গ্রন্থ আমরা সংগ্রহেও রাখিনা, অধ্যয়নও করতে চায়না। যেটা অধিকাংশ মুসলমানদের নৈতিক দেওলিয়াত্বের প্রমাণ বহন করে। এ অবস্থায় সমাজের চলমান নৈতিক আদর্শের অবক্ষয় ঠেকাতে মুসলমানদের বেশী করে মহানবী (স.) জীবনকথা অধ্যয়নের আহবান জানান।