cbn  

তাওহীদুল ইসলাম নূরী

তলাবিহীন ঝুড়ির যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সামরিকসহ সব দিক মিলিয়ে আজ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার পথে। দিন দিন উন্নত হচ্ছে আমাদের জীবন ধারা। কিন্ত, দেশ বিশ্ব মানচিত্রে উন্নত রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে সেখানে দেশের কতিপয় ব্যবস্থাপনা মরণ দানবের মত বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের যানবাহন ব্যবস্থা সেখানে অন্যতম। এর ফলে, গণহারে বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত দুর্ঘটনাগুলোতে আহতের পাশাপাশি নিহতের সংখ্যাও রেকর্ড সংখ্যক। দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের ডিসেম্বর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনিক রিপোর্ট অনুযায়ী দেখা যায়, ৩০ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৯২ জন এবং আহতের সংখ্যা ১৫০০ ছড়িয়ে গেছে। এ হিসাবে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ জন আহতের পাশাপাশি নিহতের সংখ্যা ৭ জন। বর্ষ শুরুর দিন অর্থাৎ পহেলা জানুয়ারীও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে একটি গবেষণা সংস্থা তাদের এক প্রতিবেদন বলেছে বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় চব্বিশ হাজারের (২৪০০০) বেশী লোক প্রাণ হারায়। সে হিসাবে সড়ক দুর্ঘটনায় দৈনিক নিহতের সংখ্যা ৬৬ জন। এই যে একসময়ের তলাবিহীন ঝুড়ি থেকে আমাদের আজকের যে অগ্রযাত্রা সেখানে ঐ দৈনিকের রিপোর্ট এবং গবেষণা সংস্থাটির প্রতিবেদন নি:সন্দেহে অন্তরায়। চালকদের অদক্ষতা,খামখেয়ালিপনা সর্বোপরি এখনও পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সড়কের বেহাল দশা এজন্য দায়ী। উন্নত দেশে যেখানে পরিবহন বিভাগে শিক্ষিত,দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ করা হয় সেখানে বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় ৯০ শতাংশের বেশী চালক অশিক্ষিত,অদক্ষ ও প্রশিক্ষণবিহীন। তাদের এই দুরদর্শিতা এবং বিচক্ষণতার অভাবেই প্রতিদিন সড়কে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। ওভারটেকিং কিংবা আগে যাওয়ার প্রবণতা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ক্রমবর্ধমান এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা সবার জানা। তাই, আশা করা যায় চালক নিয়োগে সতর্কতা এবং লাইসেন্সবিহীন চালকদের জনসম্মুখে কঠোর শাস্তির বিধান কার্যকরের পাশাপাশি এখনও পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে যে সকল সড়কগুলো অবহেলিত সরকার সেখানে সু নজর দিলে এবং অপেক্ষাকৃত ছোট সড়কগুলো সম্প্রসারণ করলে সড়ক দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

লেখক : তাওহীদুল ইসলাম নূরী, শাহারবিল সদর, চকরিয়া, কক্সবাজার। fb.com- Tawhidul Islam Nury
মোবাইল : +৮৮০১৮৩৮১৪০০০৭

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •