cbn  

আলমগীর মানিক,রাঙামাটি :

রাঙামাটিতে শীতার্তদের মাঝে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটিস্থ সেনা রিজিয়ন কার্যালয় সম্মুখে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সেপকস রাঙামাটি শাখার সহ-সভানেত্রী শারমিলা মেহমুদ প্রধান অতিথি ছিলেন।

সেনা পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়-রাঙামাটির অসহায়, দুস্থদের কথা ভেবে প্রতি বছরের ন্যায় এবছর তিন শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনটি জানান-ভবিষ্যতেও ধরণের মহতি উদ্যোগ অব্যাহত রাখা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনটির সচিব তাহসিন চৌধুরী লুনা, রাঙামাটি রিজিয়নের জিএসও-২ (ইস্ট) মেজর সৈয়দ তানভীর সালেহসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •